Our activities

বাংলাদেশ দারিদ্র্য নিরসন উন্নয়ন সোসাইটি (BPRDS) বিশ্বাস করে সমাজের পরিবর্তন তখনই সম্ভব, যখন মানুষ নিজেই নিজের উন্নয়নের অংশীদার হয়। সেই লক্ষ্যেই আমরা দেশের বিভিন্ন এলাকায় সামাজিক, অর্থনৈতিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।

আমাদের কার্যক্রমগুলোকে মূলত কয়েকটি প্রধান ক্ষেত্রে ভাগ করা যায়-

১. দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি
আমরা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসূচি পরিচালনা করি। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, মূলধন সহায়তা এবং বিপণন সহযোগিতা প্রদান করে তাদেরকে স্বনির্ভর করে তুলছি। এছাড়া, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক ব্যবসা ও সামাজিক উদ্যোগ (Social Enterprise) গড়ে তোলায় সহায়তা করি।

২. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
আমরা বিশ্বাস করি, শিক্ষা দারিদ্র্য দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই আমরা দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, বয়স্ক সাক্ষরতা কর্মসূচি, এবং তরুণদের জন্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন করি। এছাড়া, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করছি।

৩. নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা
নারীরা সমাজের অর্ধেক শক্তি, তাই তাদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা নারীদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ সহায়তা, হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প চালু করেছি। নারীর অধিকার, স্বাস্থ্য ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

৪. স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন
গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির, মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচি, এবং নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করি। এছাড়া, মানসিক স্বাস্থ্য ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি।

৫. পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা
আমরা পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমে বিশ্বাস করি। বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, ও টেকসই কৃষি চর্চার মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম এবং বিকল্প জীবিকা কর্মসূচি চালানো হচ্ছে।

৬. দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা
বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমরা সর্বপ্রথম ছুটে যাই। আমাদের স্বেচ্ছাসেবী দল উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে।

৭. যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশ
দেশের তরুণ প্রজন্মকে সমাজ গঠনের শক্তি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা যুবকদের জন্য নেতৃত্ব প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম আয়োজন করি। এছাড়া, তাদেরকে সামাজিক ও প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

৮. সহযোগিতা ও অংশীদারিত্বমূলক উদ্যোগ
আমরা সরকার, স্থানীয় প্রশাসন, এনজিও, এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে বৃহত্তর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করি। সহযোগিতার মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালাই।


আমাদের প্রতিশ্রুতি:-
“আমরা কাজ করি মানুষের জন্য, উন্নয়নের জন্য, আর একটি দারিদ্র্যহীন বাংলাদেশের জন্য।”

Chairman
Md. Ibrahim Bhuiyan
Vice Chairman
Md. Habibur Rahman
Executive Director
ডাঃ আশরাফুজ্জামান
Citizen Charter
Important Links
Calendar
Hotline
national anthem
Social media
Innovation Corner
Emergency helpline number